ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪ , ২১ আষাঢ় ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ৩ জুলাই ২০২৪

সর্বশেষ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিকর্ন হ্যান্ডব্যাগ লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ১৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি ক্যারি ব্যাগ এবং লাগেজ তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বুধবার ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইউনিকর্ন হ্যান্ডব্যাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঝেং শুয়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ১৭ লাখ পিস ব্যাকপ্যাক এবং হ্যান্ডব্যাগ, ওয়ালেট, ব্যাগ, ক্যাপ, বেল্ট এবং লাগেজ উৎপাদন করবে যেখানে ২ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
ইউনিকর্ন হ্যান্ডব্যাগ লিমিটেডকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান আশা প্রকাশ করেন, তাদের এ বিনিয়োগ বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক মসিহ্উদ্দিন বিন মেসবাহ্ এ সময় উপস্থিত ছিলেন।
 

জনপ্রিয়