ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

রাজধানীর দোকানপাট খুললেও ক্রেতা কম

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ২৫ জুলাই ২০২৪

সর্বশেষ

রাজধানীর দোকানপাট খুললেও ক্রেতা কম

গত বুধবার টানা পাঁচ দিন বন্ধ থাকার পর কয়েক ঘণ্টার জন্য খুলেছিলো রাজধানীর বিভিন্ন বিপণিবিতান ও দোকানপাট। তবে গ্রাহকের উপস্থিতি ছিলো খুবই কম। ব্যবসায়ীরা বলেন, সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। এ জন্য অতি প্রয়োজন ছাড়া কেউ বিপণিবিতান বা দোকানে আসেননি।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে গত সপ্তাহে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটতে থাকায় সরকার গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে। প্রথম দিকে কারফিউতে স্বল্প বিরতি থাকলেও পরে শিথিল করা হয়। এতে দোকানপাট খোলার সুযোগ তৈরি হলেও ক্রেতার সংখ্যা কম দেখা গেছে।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং সেন্টারে গিয়ে দেখা যায়, বিপণিবিতানটি প্রায় ফাঁকা; হাতে গোনা কিছু ক্রেতা-দর্শনার্থী রয়েছেন। 

রাজধানীর বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের কারণে গত ১৭ জুলাই থেকে বেচাকেনায় বিঘ্ন ঘটে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ওই দিন রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি থেকে নিউমার্কেট পর্যন্ত এলাকায় অনেক সংঘর্ষ হয়। এতে সেখানকার সব বিপণিবিতান বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকালে নিউমার্কেটের কিছু দোকান খুললেও বিকেলে সংঘর্ষের কারণে আবার বন্ধ হয়ে যায় এবং মঙ্গলবার পর্যন্ত টানা বন্ধ ছিলো। অন্যান্য এলাকাতেও একই অবস্থা দেখা গেছে। কয়েক দিন বন্ধ থাকার পর গত বুধবার সব দোকানপাট আবার খুলেছে। নিউমার্কেট এলাকা ছাড়াও রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা প্রভৃতি এলাকায় গতকাল বিপণিবিতান খোলার খবর পাওয়া গেছে।

জনপ্রিয়