ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক হান্নান চৌধুরী

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক হান্নান চৌধুরী

গ্রামীণ ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে। 

মঙ্গলবার তাকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদের নিয়োগ বাতিল করা হয়। তিনি গত এপ্রিলে প্রতিষ্ঠানটিতে পুনঃনিয়োগ পেয়েছিলেন।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এর আগে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ছিলেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন ও সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন হান্নান চৌধুরী। 

বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি বেশকিছু গবেষণাতেও যুক্ত ছিলেন তিনি। 

জনপ্রিয়