অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচারকৃত অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্য মান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।
বাণিজ্য উপদেষ্টা বলেন, পাচার কৃত অর্থ উদ্ধারে একটি ঘটনায় ১৬ বছর লেগেছে। তবে এখন বেশি সময় লাগবে না। এ নিয়ে সরকার কাজ করছে। ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে।
তিনি জানান, গত অর্থবছরে রপ্তানি আয় আগের বছরের চেয়ে ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। পোশাকখাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কোনো দাবি থাকলে, প্রয়োজনে আলোচনা করা হবে। এসময় শ্রমিকদের কোন উস্কানিতে পা না দেয়ার আহ্বান জানান ড. সালেহউদ্দিন আহমেদ।