সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা এক্সপ্রেস মানি’র মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারবেন যা মার্কেন্টাইল ব্যাংকের সকল শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে দেশের স্বজনরা অত্যন্ত সহজ ও স্বল্পতম সময়ে এবং নিরাপদে উত্তোলন করতে পারবেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী এবং এক্সপ্রেস মানি সার্ভিসেস লি. এর বাংলাদেশ কান্ট্রি হেড নুর ই ফেরদৌশি কেক কেটে এই সেবার আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। উদ্বোধনি অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডিবৃন্দ মো. জাকির হোসেন, আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন - বিজ্ঞপ্তি