ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর উত্তরায় ‘উত্তরা জনপথ শাখা, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের ১২৩৩তম নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার নতুন এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। শাখা ম্যানেজার শাহীন ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার মো. আরশাদ হোসেন, প্রিন্সিপাল অফিস মিরপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিসহ এলাকাবাসী অংশ নেন - বিজ্ঞপ্তি