ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডেইরি পণ্যে বিদেশি আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার: মৎস্য উপদেষ্টা

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ১১ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ডেইরি পণ্যে বিদেশি আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার: মৎস্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ডেইরি পণ্যে বিদেশি আমদানি নির্ভরতা কমাতে চায় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে দেশের ডেইরি খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, বর্তমান সরকার বিদেশি কোম্পানি ও আমদানি নির্ভরতা কমাতে চায়। পশু পালনে তৃণমূল খামারিদের সহযোগিতা করতে চায়। 

বিদেশ থেকে আমদানি করা হলে দেশে ক্ষুদ্র খামারিরা উৎসাহ হারাবে বলেও জানান এই উপদেষ্টা। 

এসময় তিনি নারী খামারিদের পশুপালনে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন। বলেন, ডেইরি খাতে ফিড নির্ভরতা কমিয়ে, ঘাস ও স্থানীয় খাবারের ওপর জোর দিতে হবে। 

এছাড়া, শিক্ষার্থীদের টিফিনে দুধের পাশাপাশি ডিম দেওয়ার পরিকল্পনা কথাও জানান প্রাণিসম্পদ উপদেষ্টা।

জনপ্রিয়