ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রমজান উপলক্ষে কমছে ভোজ্যতেলে আমদানি শুল্ক

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৫:২৩, ১৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

রমজান উপলক্ষে কমছে ভোজ্যতেলে আমদানি শুল্ক

রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রোববার (১৭ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস সেবা সহজে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর পরিকল্পনার কথাও জানান তিনি। 

চোরাচালান বন্ধে ব্যাগেজ রুলের নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রবাসী যাত্রীরা বিমানবন্দর কাস্টমসে যাতে কোনো হয়রানি বা ভোগান্তির শিকার না হন, এজন্য বিমানবন্দরে এই হেল্প ডেক্স নির্মাণ করা হলো।

এনবিআর চেয়ারম্যান বলেন, রোজায় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করা হচ্ছে।

করদাতাদের উৎসাহ দিতে আগামী বছর থেকে ই-রির্টান দাখিলের জন্য মোবাইল আ্যাপ চালু করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যস্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, স্বর্ণ চোরাচালানকারীরা পাচারের উদ্দেশ্য যেসব এয়ারক্রাফট ব্যবহার করবে, সেসব এয়ারক্রাফটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এয়ারক্রাফট থেকে স্বর্ণ উদ্ধার হলে অবশ্যই থানায় মামলা করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বৈধভাবে স্বর্ণ নিয়ে আসার সু্যোগ আছে। ট্যাক্স দেয়ার ক্ষেত্রে আরো সহজ করা হচ্ছে নিয়ম-কানুন।

এ সময়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা কাস্টম হাউস ও বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

জনপ্রিয়