ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ কোটি টাকা

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:৪৪, ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:০৮, ১৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ কোটি টাকা

ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ কোটি টাকা ছুঁই ছুঁই। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ঠেকেছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ।

গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা  বলেন, খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ করা হয়েছে। যে কারণে খেলাপি বেড়েছে।

সংশ্লিষ্টরা জানান, নিয়ন্ত্রক সংস্থার জ্ঞাতসারে এতদিন বিভিন্নভাবে খেলাপি ঋণের তথ্য গোপন করা হতো। সরকার পতনের পর সে সুযোগ বন্ধ হয়েছে। যে কারণে এক লাফে অনেক বেড়েছে।

গত সেপ্টেম্বরে মোট ঋণ স্থিতি ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮২২ কোটি টাকা। এর মধ্যে ১৬ দশমিক ৯৩ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে যা সর্বোচ্চ। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। গত মার্চে ছিল ১ লাখ ৮২ হাজার কোটি টাকা।

জনপ্রিয়