বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরাতে দেশটি সহায়তা করবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান, তার সরকার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের বিষয়টি তুললে যুক্তরাজ্য অর্থ ফেরাতে সহায়তা করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকদের ক্যাথরিন বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে আশাবাদী ব্রিটেন। রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বানও জানানো হয়।
পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষেই নির্বাচনের ব্যবস্থা করা হবে।