শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ হলো চুরির বর্ণনা দেয়া, চোর ধরা নয় বলে জানিয়েছে কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই শ্বেতপত্রটি গবেষণা পদ্ধতির বাইরে গিয়ে আমরা করেছি। এই দলিল করতে গিয়ে যেই তথ্য উপাত্ত প্রাসঙ্গিক হিসেবে পাওয়া যায় সেগুলো ব্যবহার করা হয়েছে। দেশি বিদেশিদের সঙ্গে আলোচনাও আমরা করেছি। এই গ্রন্থসত্ত্ব আমাদের কাছে নয়, এটা সরকারের কাছে থাকবে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিলো পুরো কাঠামো। আর এর উৎস ২০১৮ এর নির্বাচন। পরবর্তী সময়ে যে ভোট হয়েছে, সেখানে স্বচ্ছতার জায়গা নষ্ট করে দেয়া হয়েছে। বর্তমান সরকারকে আগামী ২ বছরের কর্ম পরিকল্পনা তৈরির পরামর্শ দেন তিনি।
কমিটির অন্যান্য সদস্যরা বলেন, কিভাবে বিভিন্ন ব্যাক্তি, গোষ্ঠী বা খাতকে করছাড় দেয়া হয়েছে, তার কোনো সঠিক কাঠামো নেই। অভিবাসনের জন্য মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া হয়েছে। অভিবাসনের মাধ্যমেও অর্থপাচার হয়েছে বলেও জানান তারা।