ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গার্মেন্টসকে ধ্বংস করতে কিছু মানুষ বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

গার্মেন্টসকে ধ্বংস করতে কিছু মানুষ বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে

দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে কিছু মানুষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

আজ সোমবার বরিশালে মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। নৌ উপদেষ্টা বলেন, ‘দু একটি বড় বড় গামেন্টস রয়েছে যেখানে মালিক নেই। সে কারণে কিছু অসুবিধা হচ্ছে। অনেক জায়গায় সরকার চেষ্টা করছে এবং সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে। অনেকে প্রচুর ঋণ নিয়েছেন। অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি পয়সাও শোধ করেননি। তাদের কী করা হবে, সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। তবে কিছু মানুষ পরিকল্পিতভাবে গার্মেন্টসকে ধ্বংস করার চেষ্টা করছে।’

ভারত প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এ দেশের মানুষ ভারতবিরোধী নয়। আমরা সব সময় চেষ্টা করি বন্ধুত্ব রক্ষা করার।’ 

ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা অবসান হবে বলে প্রত্যশা ব্যক্ত করেন ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন নদী, সাগর সবকিছুতে বাংলাদেশ–ভারতের ভাগাভাগি থাকায় সম্পর্ক ভালো থাকার কথা। 

নৌ উপদেষ্টা আরও বলেন, ‘সম্প্রতি যাকে নিয়ে এত হৈ চৈ, তার সাথে ইসকনের সম্পর্ক নেই বলে নিজেরাই বলেছে। আমি মনে করি, আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়। যারা যারা এর সঙ্গে জড়িত, তারা টের পেয়েছেন যে তাদের সঙ্গে কেউ নেই। আশা করি এটা বড় কোনো বিষয় নয়।’ এ বিষয়ে অলরেডি মিটমাট হয়েছে বলে তিনি মনে করেন। 

নির্বাচন প্রশ্নে তিনি বলেন, ‘একটি নির্বাচন কমিশর গঠিত হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের এখতিয়ার। আমাদের এখতিয়ার বলে মনে করি না। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে তারা কখন কীভাবে নির্বাচন দেবে। নতুন নির্বাচন কমিশন হয়েছে, তাদেরকে সংগঠিত হতে দিন। তখন তারাই নিজে থেকে বলবে, তারাই নির্বাচনের রোড ম্যাপ দেবেন।’ 

জনপ্রিয়