খাদ্য যোগানের ক্ষেত্রে রাস্তাঘাট বানানোর মতো অপরিকল্পিত উন্নয়নকে সবচেয়ে বড় বাধা বলে চিহ্নিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ওয়েল্ট হাঙ্গার হিলফে বাংলাদেশ ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের যৌথ আয়োজনে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, রাস্তাঘাট বানানোর মতো অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা। খাদ্য উৎপাদনে জড়িত গ্রামীণ নারীদের যোগান বাড়াতে তাদের সহযোগিতা করতে হবে। শস্য উৎপাদনে কীটনাশকের ব্যবহার কমাতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত খাদ্য সচিব মাসুদুল হাসান বলেন, গ্রামের লোকের তুলনায় শহরের মানুষ প্রতিদিন মাছ-মাংস খেতে সক্ষম। সিন্ডিকেট ভেঙে কীভাবে খাদ্য বৈষম্য দূর করা যায় সেই প্রচেষ্টা করছে সরকার।