ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডিএসইতে লেনদেন বন্ধ

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:৪৮, ৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

ডিএসইতে লেনদেন বন্ধ

শেয়ার কেনাবেচায় ব্যবহৃত সফটওয়্যারে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় সপ্তাহের প্রথম দিন লেনদেন শুরু করতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই।

নির্ধারিত সময় অনুযায়ী রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে, বিনিয়োগকারীরা সকাল ১০টার দিকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন লেনদেন করা যাচ্ছে না।

ডিএসইর ওয়েবসাইটে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'অনিবার্য কারণের কারণে আমরা সকাল ১০টা থেকে কাজ শুরু করতে পারছি না। লেনদেন শুরুর সময় পরে জানানো হবে।'

এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের লেনদেন পরিচালনার সঙ্গে জড়িত থাকা এক কর্মকর্তা বলেন, শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে, বুঝতে পারছি না। ডিএসই থেকে বলা হচ্ছে, শিগগিরই লেনদেন শুরু হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। আইটি টিম কাজ করছে। আশা করি, শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি জানান, এটি সফটওয়্যারগত কোনো সমস্যা নয়। সম্ভবত ইন্টারনেট সংযোগে সমস্যা হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।

এর আগে, ২০২৪ খ্রিষ্টাব্দের ১০ মার্চ লেনদেনের শুরুতে ডিএসইর ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।

জনপ্রিয়