ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগের অনুমতি পায়নি আরামকো: সৌদি রাষ্ট্রদূত

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৪৬, ৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগের অনুমতি পায়নি আরামকো: সৌদি রাষ্ট্রদূত

বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি- আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করেছিল। কিন্তু সেসব চেষ্টায় তাদের স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদ-দুহাইলান। বাংলাদেশের কিছু মানুষ ব‍্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার (৫ জানুয়ারি) দুপুরে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত। 

অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব‍্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এই সংকট কাটাতে বাংলাদেশে বিনিয়োগ‍ বাড়াবে সৌদি আরব। এ দুদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল গত সরকার। বাণিজ্য বাড়ানোর কাজটা সরকারের একার না। সরকার পরিবেশ তৈরি করবে, প্রাইভেট সেক্টর সেটার সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নেই, এমন সত্য স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘এত দিন বিনিয়োগবান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো, ততটা ছিল না। কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর।' 

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয়