ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন রেজানুর রহমান

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন রেজানুর রহমান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান যোগদান করেছেন। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার রেজানুর ওই পদে যোগদান করেন বলে আজ রবিবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রেজানুর রহমান এর আগে বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর পরিচালক এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল বিভাগ হতে স্নাতক পাস শেষে আইটিসি, নেদারল্যান্ডস হতে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

জনপ্রিয়