ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিএফআইইউ প্রধান হলেন শাহীনুল ইসলাম

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৯, ১০ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

বিএফআইইউ প্রধান হলেন শাহীনুল ইসলাম

অর্থ পাচার ও সন্ত্রাসীদের অর্থায়ন প্রতিরোধে গঠিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম।

 বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে আরো বলা, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২ বছরের জন্য তাঁকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএফআইইউর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর নিয়মিত অবসরে যান। 

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগ এবং ব্যাংকিং তত্ত্বাবধান বিভাগসহ বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন তিনি। এ এফ এম শাহীনুল ইসলামের কেন্দ্রীয় ব্যাংকে ৩১ বছর চাকরি করার অভিজ্ঞতা রয়েছে।
 

জনপ্রিয়