বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পেট্রোবাংলার গ্যাসের মূল্য সমন্বয়ের প্রস্তাবটি ভুলভাবে প্রচার করা হচ্ছে। বিদ্যমান শিল্পে গ্যাসের মূল্য প্রতি ইউনিট গ্যাসের মূল্য ৩০ টাকাই থাকছে।
শুক্রবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, যারা অতিরিক্ত বা নতুন শিল্পে গ্যাস নিতে চান তাদের বাড়তি মূল্য দিতে হবে। কেনোনা আমাদের দেশে গ্যাসের উৎপাদন কমছে। ফলে এলএনজি আমদানী করতে হচ্ছে। সঞ্চালন ব্যয়সহ যার মূল্য ইউনিট প্রতি ৭০ টাকার মতো। তার ওপর ভ্যাট ১৫ শতাংশ।
পোস্টে তিনি আরো বলেন, কোনো সরকারই ৭০ টাকায় গ্যাস কিনে শিল্পকে ৩০ টাকায় দিতে পারে না। এমনিতেই গ্যাস খাতে সরকারের ভর্তুকির পরিমাণ ২০ হাজার কোটি টাকা। উল্লেখ্য, বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ৩২ হাজার কোটি টাকা। বিগত সরকারের বিদ্যুৎ খাতের দুর্বৃত্তায়নের ফলশ্রুতি এটি।
সব বিষয় বিবেচনায় ও সকলের মতামত নিয়ে, সরকার নয়, বিইআরসি বাড়তি গ্যাসের মূল্য নির্ধারণ করবে বলে জানান তিনি।