ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ৪ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১২:২২, ১৬ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না। ফিরিয়ে নেয়া হচ্ছে আগের অবস্থায়। এ বিষয়ে বৃহস্পতিবারই আদেশ জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

তিনি বলেন, ৯ জানুয়ারি একটি অধ্যাদেশ জারির মাধ্যমে হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট ১৫ শতাংশে বাড়ানো হয়েছিলো, কিন্তু এখন সেটি আবার ৫ শতাংশে ফিরিয়ে নেয়া হচ্ছে। অর্থাৎ হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশই থাকছে।

৯ জানুয়ারির অধ্যাদেশের পর বিভিন্ন মহলে এ বিষয়ে সমালোচনা শুরু হয়। বর্ধিত ভ্যাট হার কমানোর দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সারাদেশে মানববন্ধন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

বুধবার (১৫ জানুয়ারি) প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক চিঠিতে এনবিআর জানায়, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্ব সহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।

এ অবস্থায় ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।

জনপ্রিয়