ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১২, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

চলতি মাসের (ফেব্রুয়ারি) জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানায়, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রতিলিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সায় নির্ধারণ করা হয়েছে। আজ (রোববার) সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে, জানুয়ারি মাসের শুরুতে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে, গত ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, গত বছর চার দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এ দফা ছিল অপরিবর্তিত। 

এরমধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।
 

জনপ্রিয়