সাবেক খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
অবরুদ্ধের আবেদনে বলা হয়ে, কামরুল ইসলামের নামে দুদকের মামলা রয়েছে। মামলায় ১৫টি ব্যাংক অ্যাকাউন্টের ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা একান্ত অবশ্যক।
গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
ঢাকা বারের আইনজীবী, এক সময়ের পিপি কামরুল ২০০৮ খ্রিষ্টাব্দে প্রথম ঢাকার কেরানীগঞ্জ থেকে সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগের সরকারে আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তখন তার বিরুদ্ধে ঢাকার আদালত নিয়ন্ত্রণের অভিযোগ ছিল।
পরে ২০১৪ খ্রিষ্টাব্দের সরকারে কামরুল খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর মন্ত্রিত্ব না পেলেও ২০১৮ এবং এই বছরের ৭ জানুয়ারির নির্বাচনেও এমপি হন তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতেও তার স্থান হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আড়াই মাস পর ঢাকার উত্তরা থেকে কামরুলকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।