ঢাকা রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আর্থিক সাক্ষরতাবিষয়ক ব্রেইল বই প্রকাশ প্রাইম ব্যাংকের 

অর্থনীতি

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

আর্থিক সাক্ষরতাবিষয়ক ব্রেইল বই প্রকাশ প্রাইম ব্যাংকের 

আর্থিক সাক্ষরতাবিষয়ক ব্রেইল বই প্রকাশ প্রাইম ব্যাংকের 

আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিংবিষয়ক ব্রেইল বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। 

বাংলাদেশে কোনো ব্যাংকের এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। দেশের সব পাবলিক লাইব্রেরি এবং বিষেশায়িত বিদ্যালয়ে বিনামূল্যে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য এই ব্রেইল বই সরবরাহ করা হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগ সমাজের সবার শ্রেণি-পেশার মানুষের জন্য সমান ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি পরিপালনের জোর প্রতিফলন।

এছাড়াও শিগগিরই প্রাইম ব্যাংকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (@primebankofficial) সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিওসহ এ বইয়ের অডিও ভার্সন প্রকাশ করা হবে।

সম্প্রতি, বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান-এর কাছে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিংয়ের ওপর আর্থিক সাক্ষরতাবিষয়ক দুটি ব্রেইল বই হস্থান্তর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ।

 এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, যুগ্মপরিচালক গোলাম সারোয়ার, উপপরিচালক মো. শামীম আল মামুন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউছুফ আলী এবং প্রাইম ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ. চৌধুরী, হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ বলেন, প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সমাজের সব শ্রেণির মানুষের জন্য আর্থিক সেবা নিশ্চিত করা উচিত, যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের আরো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। 

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা দৃষ্টিপ্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক ক্ষমতায়নে প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই।

বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে প্রাইম ব্যাংক প্রতিনিয়ত উদ্ভাবনী কৌশলের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এসব সেবার বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকেরা প্রাইম ব্যাংকের যেকোনো শাখায় অথবা ব্যাংকের নির্ধারিত কল সেন্টারে ১৬২১৮ নম্বরে যোগযোগ করতে পারেন।

জনপ্রিয়