ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ব্র্যাক ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার উদ্বোধন

অর্থনীতি

আমাদের বার্তা, ঢাকা

প্রকাশিত: ১৩:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ব্র্যাক ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার উদ্বোধন

বিস্তৃত পরিসরে সর্বাধুনিক সুবিধাসহ রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডে স্থানান্তরিত শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।   

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ব্র্যাক ব্যাংকের ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন ঢাকার নিউ মার্কেটের কাছে ৩২৩, শহীদ জাহানারা ইমাম সরণি রোডে (পুরাতন এলিফ্যান্ট রোড) আকরাম সেরেনিটি ভবনে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, বিস্তৃত পরিসরে নতুন স্থানে শাখাটি গ্রাহকদের সর্বাধুনিক এবং সর্বোৎকৃষ্ট সেবা দিতে পারবে। এই শাখা স্থানান্তর আধুনিক অবকাঠামো ব্যবহার করে গ্রাহকসেবার মান উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতিকেই তুলে ধরে। 

উদ্বোধনের সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড, নর্থ এ. কে. এম. তারেক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহীদ জাহানারা ইমাম সরণি রোড (পুরাতন এলিফ্যান্ট রোড) আকরাম সেরেনিটি ভবন ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা, যেখানে গাওছিয়া মার্কেট, অ্যারোপ্লেন মসজিদ এবং মল্লিকা শপিং মলের মতো বিখ্যাত স্থান রয়েছে। 

পাশাপাশি অনেক লাইফস্টাইল ব্র্যান্ড শপ, রেস্তোরাঁসহ বিভিন্ন বিপনী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে। 

নতুন শাখা প্রাঙ্গণে একটি উন্নত প্রিমিয়াম লাউঞ্জ, লকার সার্ভিস এবং প্রশস্ত পার্কিং সুবিধা রয়েছে, যা গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে। 

উল্লেখ্য, ২শ ৬৫টি শাখা ও উপশাখা, ৩শ ৩০টি এটিএম, ৪শ ৪৬টি এসএমই ইউনিট অফিস এবং একহাজার ১শ ১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক-সম্পন্ন ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

জনপ্রিয়