ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নানা অভিযোগে বরিশালের ৬ দোকান মালিককে জরিমানা

অর্থনীতি

আমাদের বার্তা, বরিশাল

প্রকাশিত: ১৭:২৬, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৩২, ৫ মার্চ ২০২৫

সর্বশেষ

নানা অভিযোগে বরিশালের ৬ দোকান মালিককে জরিমানা

নানঅভিযোগে বরিশালের ৬ দোকান মালিককে জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না-করাসহ নানা অভিযোগে বরিশালের ছয়টি দোকানের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বরিশাল নগরীর স্টিমার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। 

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি ফলের দোকানে দুই হাজার করে মোট ছয় হাজার টাকা, একটি গ্যাসের দোকানকে পাঁচ হাজার টাকা, ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় সাত হাজার টাকা এবং খাবার হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় অন্যান্য দোকানগুলিকেও এ বিষয়ের সতর্ক করা হয়েছে।

দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজান মাস জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশালের উপপরিচালক অপূর্ব অধিকারী।

জনপ্রিয়