
ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় নারী হকি টুর্নামেন্ট
দেশে নারী হকির প্রসারের লক্ষ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগ এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক উইমেনস ডেভেলপমেন্ট কাপ হকি ২০২৫’ টুর্নামেন্ট।
মঙ্গলবার (১১ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মঙ্গলবার (১১ মার্চ) থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টটি চলবে শনিবার (২২ মার্চ) পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে- বিকেএসপি ও দেশের ১০টি জেলা পর্যায়ের দলসহ মোট ১১টি দল। এখানে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিকেএসপির পাশাপাশি রয়েছে- দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, পটুয়াখালী, রাজশাহী, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, রংপুর, কুমিল্লা ও কিশোরগঞ্জ।
এই দলগুলো দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিযোগিতার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম ও কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী মাঠে।
হকি ফেডারেশন এবং ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানিয়ে এমন আয়োজন সম্পর্কে ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আমাদের অবশ্যই দেশের নারীদের জন্য খেলাধুলায় সমান সুযোগ সৃষ্টি করতে হবে। এই তরুণ খেলাওয়াড়রা ২০২৪ খ্রিষ্টাব্দে এশিয়ান হকি ফেডারেশন কাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছে। আমি আশা করবো, এই টুর্নামেন্ট থেকে আমরা আরো অনেক প্রতিভাবসম্পন্ন খেলোয়াড় খুঁজে পাবো, যাদের নিয়ে আমরা উইমেনস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে লড়াই করতে পারবো।
ব্র্যাক ব্যাংকের সহযোগিতা এবং নারী হকির ভবিষ্যত নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মো. শাহীন ইকবাল বলেন, আমরা এই উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত। খেলাধুলার মাধ্যমে দেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন এটি। আমরা বিশ্বাস করি, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তা পেলে আমাদের নারী ক্রীড়াবিদরা বিশ্বমঞ্চে আমাদের দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে পারবেন। এই উদ্যোগটি দেশে খেলাধুলার প্রসারের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দেশে ক্রীড়াক্ষেত্রে সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ব্যাংকটি নারীদের খেলাধুলার বিকাশ এবং ভবিষ্যত প্রজন্মের ক্ষমতায়নের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।