
সোশ্যাল ইসলামী ব্যাংকে ৫১ লাখ টাকার ওয়াকফ হিসাব
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) মোহাম্মদপুর শাখায় ৫১ লাখ টাকার ওয়াকফ হিসাব খোলা হয়েছে।
রোববার (১৬ মার্চ) সংবামাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) মোহাম্মদপুর শাখায় ৫১ লাখ টাকার ওয়াকফ হিসাব খুলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. এস এম শফিকুল ইসলাম ও তার স্ত্রী শাকিলা শওকত জাহান।
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত ড. এস এম শফিকুল ইসলামের হাতে ক্যাশ ওয়াক্ফ সার্টিফিকেট তুলে দেন।
এ সময় ব্যাংকের মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক জাফরিন খন্দকার এবং শরী’আহ সুপারভাইজরি কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।