ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৮ মাসে এডিপি বাস্তবায়ন দেড় দশকে সর্বনিম্ন

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ১৮ মার্চ ২০২৫

সর্বশেষ

৮ মাসে এডিপি বাস্তবায়ন দেড় দশকে সর্বনিম্ন

ফেব্রুয়ারি পর্যন্ত খরচ হয়েছে ৬৭ হাজার ৫৫৩ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৮৫ হাজার ৬০২ কোটি।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ২৪ দশমিক ২৭ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩১ দশমিক ১৭ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সবশেষ পরিসংখ্যান বলছে, প্রথম আট মাসে এডিপি বাস্তবায়নের এ হার গত দেড় দশকের মধ্যে সর্বনিম্ন।

ক্ষমতার পালাবদলের মধ্যে ধীর হয়ে পড়া উন্নয়ন কাজে ডিসেম্বরে কিছুটা গতি বাড়লেও পরের দুই মাসে তা মন্থর হয়ে পড়ে।

আইএমইডির তথ্য বলছে, ফেব্রুয়ারিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ হয় ৭ হাজার ৬৭৬ কোটি ৩৩ লাখ টাকা, যা মোট এডিপির ২ দশমিক ৭৬ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের ফেব্রুয়ারিতে এ হার ছিল ৪ দশমিক ০৬ শতাংশ; খরচ হয় ১১ হাজার ১৩৮ কোটি ৪০ লাখ টাকা।

খরচ ও হারের উভয় বিবেচনায়ই চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে এডিপি বাস্তবায়ন কম হয়েছে।

জানুয়ারিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ হয় ৯ হাজার ৮৭৪ কোটি ৫৩ লাখ টাকা, যা মোট এডিপির ৩ দশমিক ৫৫ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারিতে এ হার ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ এবং খরচ হয় ১২ হাজার ৭২৪ কোটি ৫০ লাখ টাকা।

আগের মাস ডিসেম্বরে খরচ হয় ১৫ হাজার ৭৮৭ কোটি ৭৯ লাখ টাকা, যা মোট এডিপির ৫ দশমিক ৬৭ শতাংশ।

সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে ৬৭ হাজার ৫৫৩ কোটি ২১ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৮৫ হাজার ৬০২ কোটি ৫৯ লাখ টাকা।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার চলতি অর্থবছরে এডিপিতে ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রেখে বাজেট পাস করেছিল।

ছাত্র-জনতার গণ আন্দোলনে সরকার পতনকে কেন্দ্র করে জুলাই-অগাস্ট জুড়ে জ্বালাও পোড়াওয়ের পর এডিপি বাস্তবায়নে ধস নামে।

শেখ হাসিনার সরকার পতনের পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে জোর দেয়। আগের সরকারের নেওয়া অনেক প্রকল্পে অর্থছাড় কমিয়ে দেওয়া হয়। এতে চলমান অনেক প্রকল্পের কাজও স্থবির হয়ে যায়। এসব মিলিয়ে এডিপির বরাদ্দ করা অর্থ ব্যয় কমে যায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য।

সাধারণত অর্থবছরের প্রথমদিকে এডিপির ব্যয়ের পরিমাণ কম থাকে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এবার তা আরও কমে গেছে।

বর্তমান সরকারও এডিপি বাস্তবায়নে কম ব্যয়ের দিকেই ধাবিত হয়ে এটি কাটছাঁটও করেছে।

কাটছাঁট করে টাকার অংকে কমানো হয়েছে ৪৯ হাজার কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৮ দশমিক ৪৯ শতাংশ।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া চলতি অর্থবছরের ২ লাখ ৬৫ হাজার টাকার এডিপি কমিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ২ লাখ ১৬ হাজার কোটি টাকা করেছে। সবচেয়ে বেশি কমিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দসহ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকার এডিপি চূড়ান্ত হয়েছিল। কমানোর পর এসব প্রতিষ্ঠানের জন্য ব্যয়ের বরাদ্দসহ আরএডিপির আকার দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ১২৬ কোটি ২৯ লাখ টাকা; অর্থ্যাৎ কমেছে ১৮ দশমিক ৭২ শতাংশ বা ৫২ হাজার ১৬২ কোটি টাকা।

জনপ্রিয়