
স্ট্যান্ডার্ড ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৩৯তম সভা
শরি‘আহ্ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৩৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন- কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
সভায় অংশগ্রহণ করেন- কমিটির সদস্য মোহাম্মদ আবদুল আজিজ, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম এবং মো. জাহেদুল হক।
সভায় আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএস।