ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জয়পুরহাটে জামিন না-মঞ্জুর: কারাগারে আ.লীগের ২ নেতা

অর্থনীতি

আমাদের বার্তা, ক্ষেতলাল (জয়পুরহাট)

প্রকাশিত: ১৮:৪৫, ২৫ মার্চ ২০২৫

সর্বশেষ

জয়পুরহাটে জামিন না-মঞ্জুর: কারাগারে আ.লীগের ২ নেতা

আব্দুল মজিদ মোল্লা ও আবু রাশেদ আলমগীর হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক  মজিবুর রহমান জামিন আবেদন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই দুই নেতা হলেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা (৬০) ও বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর হোসেন। তারা দু’জনই উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে জয়পুরহাট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ওই দুই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

জয়পুরহাট জজ আদালতের প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহিনুর রহমান জানান, আব্দুল মজিদ মোল্লা ও আলমগীর চেয়ারম্যান আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তারা জয়পুরহাট আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয়