ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় দুই কোটি ৫৭ লাখ টাকা

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় দুই কোটি ৫৭ লাখ টাকা

ঈদযাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপ বাড়ছে। তবে যানজট নেই। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৭  লাখ ১১ হাজার ৫৫০ টাকা।

বুধবার (২৬ মার্চ) সকালে যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যমুনা সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পার হয়েছে। এ থেকে টোল আদায় হয় এক কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা। আর সেতুর পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।’

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে প্রায় সাড়ে ৭০০ পুলিশ দায়িত্ব পালন করছে। এর মধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিম ছাড়া মহাসড়কে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। মহাসড়কে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেদিকেও নজরদারি রয়েছে।’

জনপ্রিয়