
প্রাইম ব্যাংক কুমিল্লা শাখায় আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন
প্রাইম ব্যাংক পিএলসি-এর উদ্যোগে কুমিল্লা শাখায় আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি, কুমিল্লা শাখায় এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, হকার, নিরপত্তাকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে থেকে প্রায় ১শ ৫০ জন অংশগ্রহণ করেন।
সভায় প্রাইম ব্যাংকের হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং, এম এম মাহবুব হাসান আর্থিক জ্ঞানের বিভিন্ন দিক, যেমন- ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা, আর্থিক পরিকল্পনা গুরুত্ব, সঞ্চয়ের উপকারিতা, বিনিয়োগের মাধ্যম ও ঋণ গ্রহণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন টিমে কর্মরত এসএভিপি মো. ফিরোজ আলম ও কুমিল্লা শাখা প্রধান মো. মাহবুব মোর্শেদসহ প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ঘোষিত আর্থিক সাক্ষরতা সপ্তাহ- ২০২৫ উপলক্ষে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ভার্চুয়াল কার্যক্রমসহ বিভিন্ন শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।