
‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ স্লোগানে ‘বিকাশ’ সেবা
ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ স্লোগানে ‘বিকাশ’ ইতোমধ্যে হয়ে উঠেছে দেশের সেরা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। কয়েক বছর ধরেই অন্যতম মূল মাধ্যম হয়ে সেবা দিয়ে আসছে ‘বিকাশ’। নতুন জামা-জুতা, ঈদের নামাজ, মজাদার খাওয়া-দাওয়া, প্রিয়জনের সান্নিধ্যসহ আরো নানান অনুষঙ্গের সঙ্গে ঈদের আনন্দ পরিপূর্ণ হয়ে ওঠে সালামি বিনিময়ের মধ্য দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির কল্যাণে সালামিও এখন ডিজিটাল মাধ্যমে দিতে শুরু করেছেন অনেকেই।
প্রিয়জনের কাছে না থেকেও কিংবা দীর্ঘদিন যোগাযোগ না-থাকার কারণে তৈরি দূরত্ব ঘোচাতে ‘বিকাশ’ অ্যাপের কয়েকটি ক্লিকে পাঠানো ঈদ সালামি এবং এর সঙ্গে লেখা অনুভূতির বার্তা সম্পর্কগুলোকে আবার জোড়া দিয়ে দিচ্ছে। বড় শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জে সব শ্রেণির মানুষের মধ্যেই সাড়া ফেলেছে ‘বিকাশ’ অ্যাপের সেন্ড মানি (Send Money) থেকে সালামি পাঠানোর এই উদ্ভাবনী ফিচার। টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে মজার ম্যাসেজসহ ডিজিটাল ঈদ সালামি হয়ে উঠেছে ঈদের অন্যতম অনুষঙ্গ।
গ্রুপ সেন্ড মানি (Group Send Money) ফিচারের কল্যাণে একসঙ্গে অনেককে সালামি দেওয়ার সুযোগও যোগ করেছে বাড়তি আনন্দ। পাশাপাশি, সালামি শিকারিরা প্রিয়জনদের সালামি চেয়ে রিকোয়েস্টও পাঠাতে পারছেন বিকাশ অ্যাপ থেকে।
বিকাশ-এ সালামি আদান-প্রদানের খুঁটিনাটি
সালামি পাঠাতে গ্রুপ সেন্ড মানি
যারা একসঙ্গে অনেককে সালামি পাঠাবেন, তারা খুব সহজে ‘বিকাশ’-এর গ্রুপ সেন্ড মানি ফিচার ব্যবহার করতে পারছেন। এ জন্য শুরুতেই ‘বিকাশ’ অ্যাপের ‘সেন্ড মানি’ (Send Money) আইকনে ক্লিক করে গ্রুপ সেন্ড মানি অপশন ট্যাপ করে সর্বোচ্চ ৭টি নম্বর যুক্ত করে সালামি পাঠানোর গ্রুপ তৈরি করে নিতে পারেন। তারপর মোট ‘সেন্ড মানি’র পরিমাণ দিয়ে চাইলে প্রতি নম্বরে সমানভাগে অথবা একেক নম্বরে একেক পরিমাণ সালামি পাঠাতে পারবেন। একজন গ্রাহক একাধিক গ্রুপ তৈরি করেও সালামি পাঠাতে পারবেন।
সালামির সঙ্গে বর্ণিল ঈদ কার্ড যোগ করা
সালামি পাঠানোর সময় ‘বিকাশ’ অ্যাপে থাকা বর্ণিল ‘ঈদ কার্ড’ সিলেক্ট করে তার ওপর নিজের আবেগ-অনুভূতি, স্নেহ-ভালোবাসা জানিয়ে ম্যাসেজ যুক্ত করতে পারবেন যেকোনো গ্রাহক। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই মেসেজ লেখার সুযোগ রয়েছে।
সালামি চেয়ে রিকোয়েস্ট মানি
সালামি শিকারিদের জন্য এক মোক্ষম অস্ত্র ‘বিকাশ’ অ্যাপের ‘রিকোয়েস্ট মানি’ ফিচার। অ্যাপ থেকে রিকোয়েস্ট মানি (Request Money) আইকনে ট্যাপ করে সর্বোচ্চ ১০টি বিকাশ অ্যাকাউন্ট নম্বরে পৃথকভাবে বা গ্রুপ তৈরি করে প্রিয়জনের কাছে সালামির রিকোয়েস্ট পৌঁছে দেওয়া যাবে।
রিকোয়েস্ট গ্রহণকারী রিকোয়েস্ট মানি-র নোটিফিকেশন অথবা ‘বিকাশ’ অ্যাপের রিকোয়েস্ট মানি-র ড্যাশবোর্ড থেকে আপনার রিকোয়েস্টটিতে সম্মতি দিয়ে সালামি পাঠিয়ে দিতে পারবেন। এদিকে, সেন্ড মানি-র (Send Money) মাধ্যমে অনেককে সালামি পাঠানোর খরচ কমাতে গ্রাহকরা বিকাশ অ্যাপের আমার বিকাশ সেকশন থেকে পছন্দের সেন্ড মানি বান্ডেল কিনে নিতে পারেন।
বর্তমানে গ্রাহকরা ৫, ১০, ২৫, ৫০, ও ১০০টি ‘সেন্ড মানি’ বান্ডেল কিনতে পারবেন। প্রতিটি বান্ডেলের মেয়াদ থাকছে ৩০ দিন।