ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

১০ শতাংশ দাম কমছে টেলিটকের ডাটা প্যাকেজের

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৩, ২৮ মার্চ ২০২৫

সর্বশেষ

১০ শতাংশ দাম কমছে টেলিটকের ডাটা প্যাকেজের

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড ইন্টারনেটের দাম ১০ শতাংশ কামানোর সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে অধিকাংশ ডাটা প্যাকেজের দাম আগের চেয়ে ১০ শতাংশ কমবে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্র্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। ভাড়া হ্রাসের সুবিধা গ্রাহকপর্যায়ে পৌছেঁ দেওয়ার লক্ষ্যে টেলিটক তার বিদ্যমান অধিকাংশ ডাটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমিয়েছে, যা ঈদের দিন থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। ডাটা ট্যারিফ হ্রাসের ফলে মোবাইল ডাটা গ্রাহক সংখ্যা বাড়বে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছানোর জন্য হাওড় ও দ্বীপাঞ্চলে টেলিটক নেটওয়ার্ক বিস্তার করেছে। দেশে ফোরজি প্রযুক্তির বিস্তার এবং ফাইভজি প্রযুক্তি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

জনপ্রিয়