ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মার্চ মাসে রফতানি প্রবৃদ্ধি ১১ দশমিক ৪৪ শতাংশ 

অর্থনীতি

আমাদের বার্তা

প্রকাশিত: ১৭:৪৫, ৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

মার্চ মাসে রফতানি প্রবৃদ্ধি ১১ দশমিক ৪৪ শতাংশ 

মার্চ মাসে দেশের রফতানি আয় ১১ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এই আয় ছিল ৩ দশমিক ৮১ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের মার্চ মাসে এই আয় ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মতে, ২০২৪-২৫ অর্থ-বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশের রফতানিখাত প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে। 

প্রথম নয় মাসে দেশের রফতানিখাত থেকে মোট ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের রফতানি আয় এসেছে, যা আগের অর্থ-বছরের একই সময়ের ৩৩ দশমিক ৬১ বিলিয়ন ডলারের তুলনায় ১০ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধিকে প্রতিফলিত করেছে। বাংলাদেশের রফতানিখাতের মূল ভিত্তি তৈরি পোশাক (আরএমজি) খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে। 

জুলাই-মার্চ ২০২৪-২৫ অর্থ-বছরে তৈরি পোশাক রফতানি ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধিকে প্রতিফলিত করে। শুধুমাত্র মার্চ মাসেই তৈরি পোশাক রফতানি ১২ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৩ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

জনপ্রিয়