ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৩ হাজার ১০০ কোটি টাকার নতুন বিদেশি বিনিয়োগ’

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ১৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

৩ হাজার ১০০ কোটি টাকার নতুন বিদেশি বিনিয়োগ’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এবারের সামিটে প্রায় ৩ হাজার ১০০ কোটির টাকার বিনিয়োগ এসেছে বিদেশিদের কাছ থেকে। এটাই আমাদের বিনিয়োগ সামিটের বড় সাফল্য। 

রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

বিডার চেয়ারম্যান বলেন, বিনিয়োগের পাশাপাশি এটার একটা পাইপলাইন তৈরি করাও আমাদের উদ্দেশ্য ছিলো। সে ক্ষেত্রে আমরা সফল হয়েছি। মূল বিনিয়োগকারীদের যে পারসেপশন আগে ছিলো সেটা যাতে পরিবর্তন হয় সেজন্যও আমরা কাজ করেছি। তাদেরকে আমাদের দেশ ঘুরিয়ে দেখিয়েছি। যাতে তারা গিয়ে বুঝতে পারে যে গুগল সার্স দিয়ে যা পাওয়া যায় তা সত্য নয়।

এর আগে ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীতে বিনিয়োগ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি কমপক্ষে সাড়ে চারশোর মতো বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন এই আয়োজনে। চারদিনের এই সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের অমিত সম্ভাবনার কথা তুলে ধরেন আয়োজকরা, তরুণ প্রজন্মকে সামনে রেখে ২০৩৫ খ্রিষ্টাব্দের রূপরেখা তুলে ধরেন তারা। ফলশ্রুতিতে অধীর আগ্রহ দেখিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। বেশ কয়েকটি সমঝোতা স্মারকও সই হয়েছে সম্মেলনে।

জনপ্রিয়