ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাজেট ঘোষণা ২ জুন

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ১৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

বাজেট ঘোষণা ২ জুন

২০২৫-২৬ অর্থবছরের জন্য আগামী ২ জুন বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে সম্ভাব্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হারসংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সাধারণত জুন মাসের যেকোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হয়। কিন্তু ঈদুল আজহার ছুটির কারণে এবার ২ জুন (সোমবার) বাজেট পেশ করা হবে। তাই ঈদের ছুটির আগেই বাজেট ঘোষণা করতে এবছর ভাঙা হবে সেই রেওয়াজ।

স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার কমছে। উচ্চাভিলাষী বাজেটের ধারাবাহিকতা থেকে সরে এই পরিকল্পনা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী অর্থবছরের বাজেট ব্যয়ের আকার চলতি অর্থবছরের চেয়ে ছোট হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের ব্যয়ের পরিমাণ কমিয়ে ৭.৯০ লাখ কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম।

সাধারণত জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হয়। কারণ বাজেট একটি আইন। আর আইন পাস করার এখতিয়ার জাতীয় সংসদের। কিন্তু গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলুপ্ত করা হয় জাতীয় সংসদ। আর সংসদ না থাকার ফলে এবছর বাজেট উপস্থাপন হবে টেলিভিশনে।
 

জনপ্রিয়