জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ, সেমিনার উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান আছমা বিনতে ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে। লোক প্রশাসন বিভাগ থেকে অনেক শিক্ষার্থী প্রশাসন বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, শিক্ষক, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেন শিক্ষার্থীরা।