আগামী ২১ মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা। এদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। আর আগামী ১৪ ও ১৫ মে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।
গত রোববার জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সূচিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সব শিক্ষা বোর্ড, সব ডিসি-ইউএনও এবং শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
সূচি অনুসারে, ২১ ও ২২ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ২২ ও ২৩ এপ্রিল উপজেলা ও ঢাকা মহনগরীসহ ২৫টি থানা পর্যায়ের, ২৮ ও ২৯ এপ্রিল জেলা পর্যায়ের, ৬ ও ৭ মে বিভাগ ও ঢাকা মহানগর পর্যায়ের এবং ১৪ ও ১৫ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ জুন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।
এ সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা নিতে অধিদপ্তর ও শিক্ষা কর্মকর্তাদের বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।