ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাকৃবিতে রোভার স্কাউটের ‘স্কাউট ওন ও সংবর্ধনা’ 

শিক্ষা

আমাদের বার্তা, বাকৃবি

প্রকাশিত: ১৯:৩৫, ৩১ মার্চ ২০২৪

সর্বশেষ

বাকৃবিতে রোভার স্কাউটের ‘স্কাউট ওন ও সংবর্ধনা’ 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের ‘স্কাউট ওন ও সংবর্ধনা’ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসির রোভার স্কাউট গ্রুপের অফিস কক্ষের সামনে ওই সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে স্কাউটার্স কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীকে শপথ বাক্য পাঠের মাধ্যমে বাকৃবি রোভার স্কাউট গ্রুপে অন্তর্ভুক্ত করেন।

এ সময় উপাচার্যকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পরে অধ্যাপক ড. মো. সাইদুর রহমান পদাধিকার বলে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের স্কাউটার্স কাউন্সিলের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বাকৃবি উপাচার্য তাকে ক্রেস্ট তুলে দেন। 
অনুষ্ঠান শেষে ইফতারের আগে বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র একরামুল হক টিটু, বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, স্কাউটার্স কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। 

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডাররা। 

জনপ্রিয়