ঢাকা বুধবার, ০৩ জুলাই ২০২৪ , ১৮ আষাঢ় ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

পাঁচ শর্তে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে 

শিক্ষা

কামরুল হাসান 

প্রকাশিত: ০০:২০, ২০ মে ২০২৪

সর্বশেষ

পাঁচ শর্তে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে 

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শর্তসাপেক্ষে পাঁচ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করে দেয়ার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

এজন্য প্রতিষ্ঠানে অনুমোদিত ম্যানেজিং কমিটি/পরিচালনা পর্ষদ থাকাসহ পাঁচ শর্ত ও পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা ইতোমধ্যে প্রকল্প পরিচালকের কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অধিদপ্তর ও প্রকল্প সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, শর্তগুলোর অন্যতম হলো-জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠদানকারী ও ইআইআইএন নম্বরযুক্ত দেশের ভেতরে থাকা স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ হওয়া। প্রতিষ্ঠানগুলোতে পাকা দালানে কম্পিউটার সরঞ্জামের নিরাপত্তা, বৈদ্যুতিক ও ইন্টারনেট সংযোগ এবং শিক্ষার্থীদের কাছে সর্বাধিক সুবিধাজনকভাবে ব্যবহারের উপযোগী শ্রেণিকক্ষ। 

এসব শর্তের মধ্যে আরো রয়েছে, কোনো তফসিলি ব্যাংকে প্রতিষ্ঠানের নামে সচল হিসাব নম্বর থাকা এবং পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ বিষয়াদি বোঝাসহ সরকারি অর্থে কেনাকাটা করার বিষয়ে সক্ষম জনবল থাকা। 
প্রকল্প থেকেও এ বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ দেয়া হবে। 

গত ১৪ মে প্রকল্প পরিচালকের কাছে পাঠানো চিঠিতে আরো বলা হয়, পাঁচ শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠান বাদ দিয়ে অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুযায়ী প্রতিষ্ঠানগুলো সুযোগ পাবে। 
সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান দৈনিক আমাদের বার্তাকে বলেন, অতীতে গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানে মাসের পর মাস প্যাকেটবন্দি হয়ে পড়ে থাকে মাল্টিমিডিয়া সরঞ্জাম। বিদ্যুৎ ও প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায়ও অনেক প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার করতে পারে না। এ ছাড়া এই ক্লাসরুম ব্যবহারে শিক্ষকদের অনেকের মধ্যেও প্রচণ্ড অনীহা রয়েছে। আবার অনেকে যারা প্রশিক্ষণ নিয়েছিলেন তারা নিয়মিত ব্যবহার না করায় সব কিছুই ভুলে গেছেন। সরঞ্জাম নষ্ট হওয়ার পর তা মেরামতের জন্য কোনো ফান্ড না থাকায়ও সেগুলো পড়ে থাকে।

তিনি আরো বলেন, শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কঠোর তদারকির মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। 

জনপ্রিয়