খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের আয়োজনে গত রোববার দুপুরে শিল্পকলা বিষয়ক বক্তৃতা পর্ব ‘আর্ট টক’ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শিল্পী আতিকুল ইসলাম। তিনি তাঁর ভাস্কর্য প্রদর্শনের মাধ্যমে শিল্পকলার বিভিন্ন দিক নিয়ে বক্তৃতা প্রদান করেন। এসময় ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।