ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাখাওয়াৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল’র সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিন এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিছুর রহমান।
মোট ৩৪৮ জন পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করা হয় এবং পরীক্ষার্থীদের উপহার হিসেবে কলম, স্কেল, ফাইলসহ পরীক্ষার উপকরণ দেয়া হয়। এরপর আলোচনা সভায় পরীক্ষার্থীদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য দেন অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষক-পরীক্ষার্থী ছাড়াও বরিশাল ইসলামিয়া কলেজের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।