ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪ , ২১ আষাঢ় ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শিক্ষার্থীদের ডায়ভার্সিফাইড নলেজ দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক  

প্রকাশিত: ২০:০০, ৩ জুলাই ২০২৪

সর্বশেষ

শিক্ষার্থীদের ডায়ভার্সিফাইড নলেজ দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের ডায়ভার্সিফাইড নলেজ দিতে হবে। শিখন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীদের সনাতন পদ্ধতিতে শিখালে চলবে না।

তিনি বলেন,  শিখনের ক্ষেত্রে আধুনিক পদ্ধতির ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের উন্নত মানসিকতা তৈরিতে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। তারা যেনো অভিজাত মানসিকতার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা চাই শিক্ষার্থীরা সাম্য ও মানবিকতায় উন্নত মানসিকতার হোক। তারা যেনো বিভেদ না শিখে।

বুধবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিসট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় সিইডিপির ১, ২, ৩ এবং ১৯, ২০, ২১ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের ২৪০ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ব্যবহারিক জ্ঞানে যেনো তারা আগ্রহী হয়ে ওঠেন। চাকরির বিশ্ববাজার সম্পর্কে শিক্ষার্থীরা যেনো ধারণা পান। বিশ্বে আমাদের দক্ষ জনশক্তি খুবই প্রয়োজন। 

দক্ষতা অর্জন করতে পারলে বিশ্ববাজারে চাকরির অভাব নেই। সুতরাং তত্ত্বীয় জ্ঞানের চেয়ে আমাদেরকে দক্ষতাভিত্তিক জ্ঞানের দিকে বেশি নজর দিতে হবে। সফ্ট স্কিল শেখাতে হবে। তাহলেই আমরা স্মার্ট সিটিজেন তৈরি করতে পারবো, যোগ করেন তিনি।

জনপ্রিয়