ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

এবার মৎস্য ভবন মোড়ও দখলে নিলো শিক্ষার্থীরা

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ৮ জুলাই ২০২৪

সর্বশেষ

এবার মৎস্য ভবন মোড়ও দখলে নিলো শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেড ঘোষণার দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মিন্টুরোড মোড় পরে মৎস্য ভবন মোড় দখলে নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

সোমবার (৮ জুলাই) বিকেল পোনে পাঁচটায় শাহবাগ অবরোধের পরে শিক্ষার্থীদের একটি অংশ মৎস্য ভবন মোড় অবরোধ করেন।

এর আগে বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল-ডিপার্টমেন্ট থেকে দলে দলে মিছিল নিয়ে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ৷ পরে সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে ভিসি চত্ত্বর, টিএসসি হয়ে শাহবাগে অবস্থান নেয়। 

এর আগে গতকাল রবিবার (৭ জুলাই) রাত পর্যন্ত টানা চার ঘন্টার বেশি সময় ধরে শাহবাগে অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’এর মুখপাত্র নাহিদ হাসান।
 
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলা ব্লকেড পালন করবে আন্দোলনকারীরা। এবং সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।
 

জনপ্রিয়