ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ , ১৪ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ২৪ জুলাই ২০২৪

সর্বশেষ

শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান

শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের যে প্রধান দাবি তা আদালতের রায় এবং পরবর্তীতে সরকারের নির্বাহী বিভাগের মাধ্যমে ইতোমধ্যে পূরণ হয়েছে। আপিল বিভাগের রায়ের পর সে অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। 
ড. মশিউর রহমান বলেন, এখন যতো দ্রুত সম্ভব শিক্ষার্থীদের পাঠগ্রহণের জন্য টেবিলে ফিরে আসা আবশ্যক। এই সময়ে তারা ই-জার্নাল, ই-বুক, ই-রিসোর্স অ্যাকসেস নিশ্চিতের মাধ্যমে নিজেদের আরো সমৃদ্ধ করতে পারবে। এর মধ্য দিয়ে শিক্ষার উপকরণ পেতে পারে। 

বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহ্যগত যে কৃষ্টি-সংস্কৃতি আছে সেটি চর্চার মাধ্যমে ক্যাম্পাসগুলোতে সকলের অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। যাতে শিক্ষাক্ষেত্রে শিগগিরই একটি অনুকূল পরিবেশ ফিরে আসে। এ লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনীতিক এবং সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে উপাচার্য তার বিবৃতিতে উল্লেখ করেন। 

তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে সেটি নিরসনে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সম্প্রীতিমূলক উদ্যোগ গ্রহণ করে পরিস্থিতি সমাধান করা উচিত।

আজকের শিক্ষার্থীরাই যে আগামী দিনে দেশে নেতৃত্ব দেবেন-উল্লেখ করে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে সমাজ গঠনমূলক, শান্তিপূর্ণ ও যৌক্তিক আচরণ প্রত্যাশা করে। 

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, বাংলাদেশের অগ্রসরমান উন্নয়নের মূল ভিত্তি মহান মুক্তিযুদ্ধে আমাদের বীর সন্তানদের আত্মাহুতি। এই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিকাশকে এগিয়ে নিতে সক্ষম হবো। 

জনপ্রিয়