ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে’ : ড. মোহাম্মদ কায়কোবাদ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ২৭ জুলাই ২০২৪

সর্বশেষ

বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে’ : ড. মোহাম্মদ কায়কোবাদ

কমপ্লিট শাটডাউনের সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম বিকল্প পদ্ধতিতে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। কিন্তু এমন পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার বিকল্প ব্যবস্থা রাখতে হবে। 

গতকাল শুক্রবার দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে এমন অভিমত দেন শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে, কিন্তু আমাদের মধ্যে কাউকে বলতে শুনিনা যে জরুরি অবস্থায়ও যেকোনোভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। 

তিনি আরো বলেন, আমরা জানি না আমরা কোনদিকে হাঁটছি। আমাদের চেষ্টা করতে হবে। ছন্দপতন হলেই থেমে থাকলে চলবে না।
এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের অবস্থা আমাদের দেশে এই নতুন নয়, আমাদের এর সঙ্গে অভ্যস্ত থাকতে হবে। তারা একটা পরীক্ষার মধ্যে আছেন, কিন্তু পরীক্ষা হয়নি, তাদের আরো ভালো প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নেয়ার ফলে পরীক্ষার ফল ভালো হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে তারা এগিয়ে থাকতে পারবেন। সুতরাং এটাকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে। 

প্রসঙ্গত, গত ১৭ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।  

জনপ্রিয়