ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

প্রজ্ঞাপনে দাবির প্রতিফলন ঘটেছে: ববি শিক্ষার্থীরা

শিক্ষা

আমাদের বার্তা, বরিশাল

প্রকাশিত: ২০:৪৬, ২৭ জুলাই ২০২৪

সর্বশেষ

প্রজ্ঞাপনে দাবির প্রতিফলন ঘটেছে: ববি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এই মুহূর্তে কোনো আন্দোলন কর্মসূচি নেই বলে জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। একই সঙ্গে নির্বাহী বিভাগ কোটা সংস্কার করে যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তাতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে বলে জানান তারা ৷ 
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা৷ এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি সুজয় সুভ ও মাহামুদুল হাসান৷ 

তারা জানান, আন্দোলনের নামে যারা সন্ত্রাস ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোন সম্পৃক্ততা নেই। তারা বরাবরই শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের মাধ্যমে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি জানিয়েছে যা ইতোমধ্যে সরকার মেনে নিয়েছে৷ 
সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়া, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার জনগণের নামে মামলা বা হয়রানি করা থেকে বিরত থাকা, আন্দোলনকারী শিক্ষার্থীদের ঠিকানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বন্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাসের নিরাপদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি করে সংবাদ সম্মেলনের আয়োজক শিক্ষার্থীরা৷
 

জনপ্রিয়