দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কোটা আন্দোলনে সহিংসতায় হতাহতদের স্মরণে সরকারের নির্দেশনা মোতাবেক খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হয়।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা কালোব্যাজ ধারণ করেন। পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দুপুরে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।