ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ , ১৪ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

শিক্ষা

আমাদের বার্তা, জাবি

প্রকাশিত: ২০:০২, ১ আগস্ট ২০২৪

সর্বশেষ

জাবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

শোকের মাস আগস্ট শুরু হয়েছে। ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার নতুন প্রশাসনিক ভবনের সামনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

তিনি বলেন, কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে আমরা জাতির পিতা এবং তাঁর পরিবারের সব শহীদকে স্মরণ করছি।

উপাচার্য তাঁর বক্তব্যে ১৫ আগস্ট তারিখে শহীদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবার-পরিজনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

উপাচার্য শোকের মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। 

অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, আবাসিক হলসমূহের প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, অফিস প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। 
 

জনপ্রিয়