ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩, ২ আগস্ট ২০২৪

আপডেট: ১০:৪০, ৩ আগস্ট ২০২৪

সর্বশেষ

৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা ৪১ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন।

শুক্রবার বিকেলে ঢাকার সিএমএম এর আদালত তাদের জামিন মঞ্জুর করেছে। খুব শীঘ্রই তারা কারামুক্ত হয়ে পরিবারে ফেরত যাবেন। তাদের মধ্যে ৩৫ জনের জামিনের আবেদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাকী ছয়জনের আবেদন নিজ নিজ উদ্যোগ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।   


এর আগে শুক্রবার বিকেলে এ শুনানি অনুষ্ঠিত হবে বলে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। 

এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেফতার ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ বিকেলে ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে।

জনপ্রিয়